এতদ্বারা বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জানানো যাচ্ছে যে, একাদশ অর্ধবার্ষিক পরীক্ষা আগামী 25/11/2018 ইং তারিখ হতে শুরু হবে এবং দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা আগামী 20/11/2018 ইং তারিখ থেকে শুরু হবে। নিম্ন বর্ণিত হারে ফি ও বকেয়া পাওনা পরিশোধ সহ আগামী 18/11/2018 ইং তারিখের মধ্যে অফিস থেকে প্রবেশ পত্র সংগ্রহের জন্য বলা গেল। উল্লেখ্য যে, নির্বাচনী পরীক্ষার অকৃতকার্য শিক্ষার্থীদের চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেয়া হবেনা ।
ফি এর হার
একাদশ =400/- এবং দ্বাদশ শ্রেণী 500/-
নির্দেশ ক্রমে
(মো:হারুন অর-রসিদ)
অধ্যক্ষ
বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ
বোরহানউদ্দিন,ভোলা।